এই বইটি অর্থাৎ রিলেশন অফ রেমেডিস বইটি হোমিওপ্যাথিক ঔষধের রিলেশন অর্থাৎ সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে ।হোমিওপ্যাথি  চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করতে গিয়ে আমাদের লক্ষণ অনুযায়ী কোন কোন সময় একের অধিক ঔষধ প্রয়োগ করতে হয় বা একটি ঔষধ প্রয়োগ করলে পরবর্তী ঔষধ প্রয়োগ করার সময় আমাদের জানতে হয় যে পূর্ববর্তী ঔষধটির ক্রিয়া পরবর্তী ঔষধটি নষ্ট করবে কিনা? বা পূর্ববর্তী ঔষধটি ক্রিয়া নষ্ট করতে কোন ঔষধটি প্রয়োগ করতে হবে ? এছাড়াও আমরা যারা কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিন ব্যাবহার করি তারা কোন কোন ঔষধের কম্বিনেশন বা কমপ্লেক্স হোমিও ঔষধ বানাতে পারবে বা মিকচার ঔষধ বানাতে পারবে তার জন্য অবশ্যই ঔষদের রিলেশন ঔষধের সম্পর্ক সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা একটি ওষুধ অপরটি ওষুধের সাথে সম্পর্ক যদি এনিমিকাল শত্রুভাবাপন্ন হয় তাহলে তার সাথে মিকচার করা যাবে না। আর একটি ঔষধ যদি পরবর্তী ঔষধ দিয়ে নষ্ট করে তাহলে সেক্ষেত্রেও ঔষধ প্রয়োগ করা যাবে না ।আমি তাই এই বইটি আপনাদের উপকার্থে পিডিএফ বানিয়ে আপলোড করে দিয়েছি যেন আপনারা জানতে পারেন যে কোন ঔষধের সাথে কোন ঔষধের বন্ধুত্বের সম্পর্ক শত্রুতা সম্পর্ক কোন ঔষধটি কোন ঔষধের ক্রিয়ানাশক।পরবর্তী কোন ঔষধটি দিলে ভালো কাজ করবে হোমিওপ্যাথিক ঔষধ এর সম্পর্ক বা রিলেশান সম্বন্ধে জানতে রেলেশন অফ রেমেডিস বাংলা হোমিওপ্যাথি বইটি আপনারা ডাউনলোড করে নিজের কাছে রাখুন প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন অনেক উপকার দিবে চিকিৎসা করার ক্ষেত্রে।

 

 এই বইটি সম্বন্ধে বিস্তারিত জানতে আপনি আমাদের ডাক্তারের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যে ভিডিওটি আমরা নিচে দিলাম।

relasion of homeopathic medicine bangla bookDownload