পৃথিবীতে যত রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি অন্যতম চিকিৎসা পদ্ধতি হচ্ছে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি।এই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে সর্বজনগ্রাহ্য আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা স্বীকৃত একটি চিকিৎসা পদ্ধতি ।এই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তিনি হচ্ছেন ডাঃ হেনরিচ সুসলার।তিনি বারোটি অজৈব লবণ আবিষ্কার করেন যেগুলি অভাবে আমাদের শরীরে রোগ হয় আর যেগুলি অভাব পূর্ণ করে দিলেন আমাদের শরীর সুস্থ থাকে। এই বারোটি ধাতব লবণের বারোটি লবণ বারোটি টিস্যু রেমেডিস বারোটি বায়োকেমিক ঔষধ নামে আমরা জেনে থাকি। এই বারোটি লবণের মাধ্যমে বা বায়োকেমিক ঔষধের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসায় হচ্ছে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি। আপনাদের সুবিধার জন্য আমি এই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি বাংলা বই পিডিএফ ফাইল এখানে আপলোড করে দিলাম ।আমি আরো বাংলা হোমিওপ্যাথি চিকিৎসার বই এই ওয়েবসাইটে আপলোড করেছি আপনাদের উপকারের জন।। আপনারা যেন এই সমস্ত বাংলা হোমিওপ্যাথি বাংলা বায়োকেমিক বইগুলো পড়ে পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে পারেন অথবা প্রিন্ট আউট করে এই সমস্ত বইগুলো পড়তে পারেন। এর ফলে আপনাদের চিকিৎসা করতে সুবিধা হবে এবং আপনি নিজের ও আপনার পরিবারের চিকিৎসা করতে পারবেন ।নিচের পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো আপনারা লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেন। আর এ বিষয়ে এই বইটিতে কি কি আছে কি কি নাই তা জানার জন্য আমাদের ডাঃ রাযা ক্বাদেরী (ডাঃ রাজা সেখ) এর ভিডিওটি দেখুন।
26th October 2021
by
admin